রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অগ্নিবীণা সংসদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।২১ জানুয়ারী রবিবার সন্ধ্যায় কুন্ডেশ্বরী অগ্নিবীণা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সহ সভাপতি কাউন্সিলর শওকত হাসান। সভাপতিত্ব করেন অগ্নিবীণা সংসদের প্রধান উপদেষ্ঠা ডা. নিহারেন্দু বিকাশ দত্ত।শিমুল সিংহের সঞ্চালনায় বিষেণ অতিথি ছিলেন কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড এর মহাপরিচালক বাসুদেব সিংহ, প্রধান বক্তা ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীল,বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা অসিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাদল পালিত, বীর মুক্তিযোদ্ধা কালু সরকার, মুকুল কান্তি রায়, লিটন চৌধুরী, অসীম চৌধুরী,সুমন রক্ষিত,প্রদীপ খাস্তগীর, অন্তু চৌধুরী, দুরবীন চৌধুরী,তমাল ধর,ঋষি চৌধুরী, রাজেশ চৌধুরী, উপদেষ্টা অম্বিকা রক্ষিত, রূপায়ন চৌধুরী,আশীষ সিংহ,নব নির্বাচিত সভাপতি মিঠুন সিংহ, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,অর্থ সম্পাদক জীতু খাস্তগীরসহ আরও অনেকে।নব নির্বাচিতদের শপথ পাঠ করান অগ্নিবীণা সংসদের প্রধান উপদেষ্ঠা ডা. নিহারেন্দু বিকাশ দত্ত। অনুষ্ঠানে বক্তরা সংগঠনের ঐতিহ্য অক্ষুন্ন রেখে আগামী দিনে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন ও মানবিক কল্যাণে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।