রাউজান নোয়াজিষপুরে এফ.এস টাওয়ার নাদিয়া ও কনভেনশন হলের উদ্বোধন উপলক্ষে খতমে বোখারী শরীফ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খতমে বোখারী শরীফে প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য লায়ন এম. সরোয়ার্দী সিকদার।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব ফরিদুল আলম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা সোলাইমান আনচারী,যুবলীগ নেতা বখতিয়ার উদ্দিন,তাজুল ইসলাম,শাহাদাত মনজুর হোসেন, ইউপি সদস্য তাজ উদ্দিন খাঁন সোলাইমান,শওকত উসমান চৌধুরী,ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন সিকদারসহ অনেকে।এর আগে এফ.এস টাওয়ার নাদিয়া ও কনভেনশন হলের উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদুল আলম। এরপরে এমপি ফজলে করিম চৌধুরী নোয়াজিষপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫শত নারী-পুরুষদের কম্বল বিতরণ করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।