বিশিষ্ট রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান, রাউজান কলেজসহ বিভিন্ন শিক্ষা ও মানবিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকালে গহিরা এ. জে.ওয়াই.এম.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে গহিরা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কে এম আবদুল্লাহ আল মতিন, সাধারণ সম্পাদক ও রাউজান সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মোজাম্মেল হক খোকন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও কর্ণফুলি ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান, সাবের হোসেন, আবদুল্লাহ আল নোমান। ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. শাহেদ ও মো. রাসেল। এসময় উপস্থিত ছিলেন মো. মামুন, মো. আরফাত, আরিয়ান, হেলাল, সাজ্জাদ, রণি, রকি, আকাশ, জাওয়াত, মাহি, ফাহিম, মারুফসহ আরও অনেকে৷ ফাইনাল খেলায় ০৪-০১ গোলে রিল্যান্স স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রঙ্গিপাড়া ফূটবল একাদশ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।