চট্টগ্রামের রাউজানে ওমিক্রনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আবারো অভিযান চালিয়ে সাতজনকে ছয় হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। গতকাল ১৩ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। রাউজান থানা পুলিশ ও অনসার বাহিনীর সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয় রাউজান সদর ফকিরহাট ও মুন্সিরঘাটা এলাকায়। অভিযান চলাকালে মাস্ক না পরায় ৪টি ও পরিবহন আইনে ২টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, নতুন করে করোনা ও ওমিক্রনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্যকারী ও পরিবহন আইনে ৭জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। সরকারী বিধি নিষেধ আবশ্যই মেনে চলতে হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।