"ভ্রমণ কল্পনার পরিধি বৃদ্ধি করে, মনকে সতেজ রাখে জ্ঞানকে পরিপক্ব করে" এ বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও পদ্মা সেতু ভ্রমণ করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই, ২০২২ খ্রিঃ) দিনব্যাপী ভ্রমণ কর্মসূচির আয়োজন করেন অত্র সংগঠনটি।
কুলিয়ারচর উপজেলা সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি এম এ লায়েছ ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন হিমেল এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও পদ্মা সেতু ভ্রমণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর সরকারি কর্মজীবী কল্যাণ পরিসদের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোঃ জাকারিয়া, সহ-সভাপতি আইয়ুব খান, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম, উছমানপুর ইউনিয়ন পরিষদ সংরক্ষিত নারী সদস্য নাজমা সুলতানা, অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল মামুনসহ সকল সদস্যবৃন্দ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।