গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও নবীন বরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ০৯.০৩.২০২২ ইসায়ী বুধবার চট্টগাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে সকাল ১০ টায় হতে অনুষ্ঠিত হওয়া এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি তার বক্তব্যে করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটির অবদান তুলে ধরে প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার ও প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি মুহাম্মদ শাহরিয়ার হাসান সাকিব এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আদনান তাহসিন আলমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সম্মানিত প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মীর মোঃ সাইফুদ্দিন খালেদ চৌধুরী, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, আনজুমান রিসার্চ সেন্টারের পরিচালক মওলানা মোহাম্মদ আবুল হাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তরজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক মু. রায়হান রশিদ, আলহাজ্ব সেকান্দর মিয়া, গাজী নুরুদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল জাবের, সাইফুল হক চৌধুরী,মোঃ রায়হান নেওয়াজ, নোমান বিন হাসান রেজা, ইফতেখার উদ্দিন মাসুম, রিয়াদুল আলম রেজা, মিজানুর রহমান সম্রাট, ফরমান উল্লাহ, রিফাত হোসেন, রাকিবুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।