সংসদ সদস্য এম. এ. লতিফ কতৃক 'স্বাধীনতা নারী শক্তি' সংগঠনের উদ্যোগে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাঙ্গালীর জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নীলনকশাকারী মীরজাফরদের 'মুখোশ উন্মোচন' শীর্ষক আলোচনা সভা ৩১ আগস্ট বিকেলে আবাদ বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনি স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেখানে উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছে সেখানে এই অপশক্তি দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে। তাই দেশের নারী উন্নয়নে ভূমিকা রাখা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এম. এ. লতিফ এমপি’র অনন্য সৃষ্টি স্বাধীনতা নারী শক্তিকে কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে স্বাধীনতা নারী শক্তির প্রতিষ্ঠাতা এম. এ. লতিফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই শেখ হাসিনা প্রাণে বেঁচে যায়। বর্তমান প্রধানমন্ত্রীর সাফল্য প্রমাণ করেছে নারী নেতৃত্ব এখন বিশ্বের বুকে উন্নয়ন রোল মডেল। একজন নারী দুর্বল, কিন্তু এক ঝাঁক নারী শক্তিশালী। তাই নারী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান এম. এ. লতিফ এমপি।
স্বাধীনতা নারী শক্তির পরিচালক অধ্যাপক বিবি মরিয়ম ও মনিকা ভট্টচার্য্যের সঞ্চায়লনায় উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, এমপি কনিষ্ঠ পুত্র ওমর মোক্তাদির, স্বাধীনতা নারী শক্তির পরিচালক আমেনা খাতুন মিনা, সায়কা দোস্ত, মাহাবুবা আরা, গোলতাজ বেগম শান্তা, জুলেখা বেগম, শাহনাজ বেগম, রুবি আক্তার এবং শাহীনুর বেগম, সহকারী পরিচালক মোহছেনা আক্তার, পারভিন আক্তার, হালিমা বারেক, মমতাজ বেগমসহ জান্নাতুল ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গসংঠনের নেতৃবৃন্দ এবং স্বাধীনতা নারী শক্তির সহকারী পরিচালক, ইউনিট নেত্রীবৃন্দ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।