চট্টগ্রাম রাউজান নোয়াপাড়া সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাপন বড়ুয়া প্রকাশ শাকিল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন,আহত হয়েছেন ৫ জন।
১৬ ফেব্রুয়ারি বুধবার সোয়া ১১ টায় রাউজান উপজেলার নেয়াপাড়া ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে,আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান,সকাল সোয়া ১১টা দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া শাকিল। পাপন বড়ুয়া শাকিল পিইচ এফপি গ্রুপে চাকুরী করতেন।
পাপন বড়ুয়া শাকিল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সংঘ বড়ুয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার উপ পরিদর্শক এস আই ইসমাইল বলেন, নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রক্রিয়া চলছে। সিএনজি অটো রিক্সা ও লেগুনা দুটি আটক করে রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে আনা হয়েছে ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।