যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন "শেখ রাসেল দিবস ২০২২" উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)।
১৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে বন্দর ভবন প্রাঙ্গনে সিবিএ এর আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকাল ১০ টায় বন্দর ভবন চত্তরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
সিবিএ এর সভাপতি মোঃ আজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চবক বোর্ড সদস্যবৃন্দ, সকল বিভাগীয় প্রধানগণ, সিবিএর অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।