রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উপর মনসাপূজার পাঠার হাট বসানোর কারণে দীর্ঘ প্রায় চার ঘন্টা বন্ধ ছিল যানবাহন চালাচল। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত যানবাহন চালচাল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ০৬টার দিকে রাউজান থানা পুলিশ ও রাউজান হাইওয়ে থানা পুলিশ সেখানে গিয়ে বাজার সরিয়ে দেওয়া চেষ্টা করেন।একদিকে সরানো হলে অন্যদিকে ছাগল নিয়ে হাজির হন ক্রেতা-বিক্রেতারা। এক পর্যায়ে পুলিশ লাটি নিয়ে সড়কে নামলে বাজার কর্তৃপক্ষসহ মিলে সড়ক থেকে ছাগলের হাট সরিয়ে দেয়। সন্ধ্যা ৭টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল বাজারে মহাসড়কের উপর বসানো হয় পাঠা ছাগলের বাজার। এতে ক্রেতা-বিক্রেতার সমাগমে সড়কটি অবরুদ্ধ হয়ে যানবাহন চালচাল বন্ধ হয়ে যায়। উল্টোপথে যানবাহন চলতে গিয়ে শুরু হয় দীর্ঘ জযানজট। পরে খবর পেয়ে রাউজান থানা ও রাউজান হাইওয়ে থানার পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ করে সড়কের উপর থেকে হাট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডে চারাবটতল গফুর আলী গোস্তামীর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সৈয়দ মিয়া,বলেন ‘বাজারে ক্রেতা-বিক্রেতার সমাগম বেশি হওয়ায় বাজারের নির্দিষ্ট স্থান ছেড়ে সড়কের উপর উঠেছিল। পুলিশ ও আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সড়ক থেকে ক্রেতা-বিক্রেতাদের সরিয়ে দেওয়া হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘প্রশাসনকে অবহিত না করে বাজার কমিটি সড়কের উপর অবৈধভাবে ছাগলের হাট বসিয়েছে। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় আমরা বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়ে ছাগলসহ ক্রেতা-বিক্রেতাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা বলেন, সড়কের উপর হাট বসানোর অনুমতি দেওয়া দেওয়া হয়নি। জনদুর্ভোগের বিষয়টি আমি একটু আগে শুনলাম, ব্যবস্থা নেওয়ার জন্য আমি থানার ওসিকে জানিয়েছি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।