গত এক সাপ্তাহ আগে নগরীর চাক্তাই হতে আবদুল আউয়াল (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হারিয়ে যাওয়া কিশোরের পিতা মোহাম্মদ আবদুল গফুর এর বানিজ্যিক প্রতিষ্ঠান সাতকানিয়া ট্রেডিং নামের দোকান থেকে কাউকে কিছু না বলে সেই বাসায় আর ফিরে আসে নাই। কিশোরের পিতা মোহাম্মদ আবদুল গফুর জানান, আবদুল আউয়ালের খুঁজে সম্ভাব্য সব আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছি এবং বিভিন্ন স্থানে ফোন করে সন্ধান জানান চেষ্টা করেছি। এখনো পষর্ন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, গত ১ নভেম্বর নগরীর বাকলিয়া থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডাইরী করেছি। জানা যায়, নিখোঁজ আবদুল আউয়ালের গায়ের রং শ্যামলা, গোল চেহেরা, উচ্চতা ৫ফুপ ৫ ইঞ্চি ও তার পরনে সাদা কালো স্টেপের পুল শার্ট ও কালো জিন্স প্যন্ট ছিল। কোন স্বহৃদয় ব্যক্তি সন্ধান জানালে নিম্ন মোবাইল ০১৮১৫৯৪৫৮৫৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছের তার পিতা।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।