রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার সেড নির্মাণ করা হচ্ছে। গতকাল ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে হজরত গফুর আলী বোস্তামী বাজার নামে (চারাবটতল) নতুন বাজারের নামকরণ ও বাজার সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর। শিক্ষক তসলিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান ্উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি ও রাউজান জলিল নগর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, আজিজুল হক কোম্পানী, আবদুল নবী মেম্বার, মোজাজ্জমেল হক খোকন মেম্বার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ। এসময় পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় নাগরিক সুযোগ নিশ্চিত করতে মহা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী গ্রাম হবে শহর। সেলক্ষ্যে গ্রামে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। রাউজানের সাংসদ রাউজানকে একটি সমৃদ্ধ রাউজানে পরিনত করেছেন। হজরত গফুর আলী বোস্তামী বাজার শহরতলী আদলে প্রতিষ্ঠা করা হবে। তিনি পৌরবাসীকে সকল উন্নয়ন কাজে সহযোগিতার আহবান জানান।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।