রাউজান প্রতিনিধি:
সামাজিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নাতোয়ান বাগিচা কদলের বাড়ি মরহুম আবদুল জব্বার এর তৃতীয় পুত্র সিএনজি চালক আজিজুল হক(৪৫)।তিনি বরিবার ভোর ৫টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। একইদিন যোহরের নামাজ এর পর হযরত নাতোয়ান শাহ্ জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন আল্লামা এস এম খালেদ আনচারী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা ফজল কাদের কালু, মোহাম্মদ সেলিম খাঁন, নাছির উদ্দীন, আবু তাহের ননাই, মাওলানা আবুল কাশেম, এমরান, রবিউল হোসেন রিমুন,কোব্বাত মিয়া, হোসেন, রফিকুল ইসলাম, ওয়াহিদ, সাব্বির, এসকান্দর হোসেন রিটন, হাসান,রবিউল হোসেন কালু, সাজ্জাদ হোসেন বাপ্পা,আবুল কালাম, আবু তালেব, ফিরোজ আহম্মেদ, হামিদ হাসান, ফারুক, আরমান, নাজিম, খোরশেদ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।