খুনি সন্ত্রাসীরা হাটে বাজারে পাড়ায় মহল্লায় প্রকাশ্যে ঘুরাফেরা করলেও গ্রেফতারের করছে না পুলিশ। রাউজান উপজেলার পশ্চিম গুজরায় চিহৃিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন হারুন উর রশিদ, প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপি'র সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম মাহমুদ, প্রবিন বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমির আলী। যুবদল নেতা নেছারুল হায়াত খান এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব নুরুল হক সওদাগর, মোহাম্মদ সলিমুল্লাহ খান, আবদুর রশিদ ঘড়ি, মোহাম্মদ নুরুল আমিন ফারুকী, মোহাম্মদ আতিকুল্লাহ, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ এসকান্দ হোসেন, মোহাম্মদ মাহববুল আলম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ সেলিম সওদাগর, মোহাম্মদ নুরুন নবী, হামিদ উল্লাহ, মোহাম্মদ হোসেন সওদাগর, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এয়ার মোহাম্মদ খান, বিএনপি নেতা হাশেম আলী, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, মোহাম্মদ কায়ছার হামিদ দিদার, মোবারক আলী, মোহম্মদ ইউনুছ, মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, যুবদল নেতা মোহাম্মদ শহিদুল্লাহ, নাজিম উদ্দীন, ওসমান চৌধুরী, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ সোহেল, আবু তাহের, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, মোহাম্মদ মিয়া, আহমদ হোসেন, জালাল আহমদ, জরিফ আলী, আহমেদ হোসেন, রাজা মিয়া, বিল্পব বিশ্বাস, নাজিম উদ্দীন, নেজাম উদ্দিন, নাছির উদ্দীন, প্রফল্লু দাশ, মোহাম্মদ জামাল উদ্দিন, আবদুল কাদের, জাগির হোসেন, রাখাল দাশ, রুবেল, জীবন জলদাশ প্রমুখ।বক্তারা বলেন, পশ্চিম গুজরায় চিহৃিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অবস্থান নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে পড়েছে। শহীদ আবু তাহের চেয়ারম্যানের হত্যাকারীরা এলাকায় এসে নানাভাবে হত্যাকান্ডের পায়ঁতারা করছেন বলে অভিযোগ করেন বক্তারা। শান্তির জনপদ পশ্চিম গুজরা কে অশান্ত করতে সন্ত্রাসীদের আনাগুনায় জনসাধারণ মানুষ আতঙ্কিত।সমাবেশে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান বক্তারা। একই সাথে রাউজান থানা প্রশাসন যদি সন্ত্রাসীদের গ্রেফতার না করে এলাকার সাধারণ জনতাকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।