চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-কে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের এমপি জনাব এ. বি. এম. ফজলে করিম চৌধুরী কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত সাত সহস্রাধিক বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম ১৬ই জুলাই (মঙ্গলবার) বিকেল উদ্বোধন করা হয়। চুয়েট ক্যাম্পাসকে আরো সবুজায়নের নিমিত্তে উক্ত চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চুয়েট-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন। চারা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী পরিচালক (নিরাপত্তা)মোঃ আনিসুজ্জামান খান।।এ সময় উপাচার্য মহোদয় উক্ত গাছের চারাসমূহ উপহার হিসেবে প্রদানের জন্য রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের মাননীয় এমপি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি এ সময় আরো বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা অনুধাবন করে গাছ লাগাতে হবে নিজের স্বার্থে ও জাতির বৃহত্তর কল্যাণে। গাছ আমাদের পরম বন্ধু। গাছের তৈরি অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে আছি। ফুলের সৌন্দর্য মনকে প্রফুল্ল করে। ফল মানুষের পুস্টি জোগায়। বৃক্ষ আমাদের ছায়া দেয়। অকাজের গাছটিও জ্বালানি হিসেবে মানুষের উপকারে আসে। শিল্পের নানা উপাদান হিসেবে গাছ ও তার ফল ব্যবহার হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।