চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে "বসন্ত উৎসব-১৪২৮ বঙ্গাব্দ" উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে ১৪ই ফেব্রুয়ারি (সোমবার) ২২ খ্রি.বিকাল ৪.ঘটিকায় চুয়েট ক্লাব প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দিন, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. ইয়াসির আরাফাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব বিপ্লব কান্তি বিশ্বাস এবং নির্বাহী সদস্য অধ্যাপক ড. আয়শা আখতার ও জনাব মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানমালার মধ্যে ছিল- সাংস্কৃতিক সন্ধ্যা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৈশভোজ প্রভৃতি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।