গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহর চৌধুরীর মৃত্যুর সংবাদে তার জন্মস্থান রাউজানের বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দেশ বরণ্য বুদ্ধিজীবি বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা.জাফরুল্লাহর চৌধুরী এই গ্রামের মরহুম মঞ্জুর মোরশেদ চৌধুরী প্রকাশ হামদু মিয়ার পুত্র। বাবার ঘরে পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
মরহুমের নিকট আত্মীয় ইলিয়াছ চৌধুরী বাচ্চু বলেছেন, মরহুম চৌধুরী মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসতেন। সর্বশেষ গতবছর জন্মস্থানে এসে ঘুরে গিয়েছিলেন। জানা যায়, বরণ্য বাম রাজনৈতিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা.জাফরুল্লাহর চৌধুরী প্রতি বছর রমজানে গ্রামের মানুষের জন্য ইফতার সামগ্রী পাঠাতেন। নিকট আত্মীয় স্বজনকে সাহার্য্য সহয়তা করতেন। এবছর অসুস্থতার কারণে তিনি ইফতার সামগ্রী পাঠাতে পারেননি। স্থানীয়রা বলেছেন ডা. চৌধুরীর এক বোন নাসরিন চৌধুরীর শাশুর বাড়িও এই গ্রামে। বোন নাসরিন চৌধুরীকে জাফরুল্লাহ গ্রামে থাকা তার ভাগের সম্পত্তি দান করে দিয়েছিলেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।