জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন কার্যক্রম শুরু করেছে রাউজান পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ১৭ আগস্ট রাউজান পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকল্পে নালা খনন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনের পর স্কেভেটর দিয়ে খনন কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক নবীদুল আলম, বশর মাস্টার, হামিদুল ইসলাম টিটু, মো. আলমগীর, শিক্ষক গৌতম মল্লিক, ইউসূফ আমীন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মো. তারেক চৌধুরী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মো. হোসেন, মো. ইউনুচ। এর আগে গত রবিবার (১৩ আগস্ট) পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে নালা ও খাল খনননের উদ্যোগ নেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। স্থানীয়রা জানান, বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দু’পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একটি কবরস্থান, রাস্তাঘাট, একাধিক বাড়ি পানির নিচে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে কয়েক একর কৃষি জমির চাষাবাদ ব্যাহত হয়। বন্যা পরবর্তী সময়ে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে খনন কাজ শুরু করেছে। এতে ওই এলাকার ৫, ৬ ও ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন তারা।রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশে পৌর এলাকার মানুষের সমস্যা সামাধানের চেষ্টা হিসেবে খাল-নালা খনন কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়ক সমুহ পুননির্মাণ কাজ শুরু করা হয়েছ। উল্লেখ্য, টানা বর্ষণ, পাহাড়ি ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যায় রাউজান পৌর এলাকায় রাস্তাঘাট, ব্রীজ কালভাট ভেঙে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।