প্রদীপ শীল, রাউজান
দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের সংগঠনেও বৈষাম্যের শিকার হয়েছিল শত শত শ্রমিক। রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে সংগঠনকে করেছে দলীয় হাতিয়ার। দেশে রাজনৈতিক পটপরিবর্তনে বৈষম্যের শিকার শ্রমিকরা পরিবর্তন চান সংগঠনের। সেলক্ষ্যে চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ করেছে তারা। রবিবার (১১ আগস্ট) রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এই সমাবেশে যোগদেন জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদুল হক কোম্পানি । তিনি বলেন, ‘দেশের সবচেয়ে ভয়ংকর রাজত্ব ছিল রাউজানে। একটি গোষ্ঠীর একক ছত্রছায়ায় পরাধিনতার শিকলবন্দী থাকা এ উপজেলার মানুষ আজ স্বাধীন। প্রতিটি পেশাজীবী মানুষ আজ আনন্দিত। মানুষের জান-মাল রক্ষায় পরিবহন শ্রকিদের সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি। সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সম্পাদক আলী আকবর। অতিথি ছিলেন সাবেক কার্যকরি সভাপতি জসিম উদ্দিন, জালাল উদ্দীন, সাবেক কার্যকরি সভাপতি জালাল উদ্দীন চুনচুন, শফিউল আজম বাচা, সাবেক সদস্য খোরশেদ আলম, বেদারুল আলম ড্রাইভার, বর্তমান অর্থ সম্পাদক নঈম উদ্দিন, সহ-সভাপতি গোলাম মোস্তাফা মাইকেল, জানে আলম মানিক। শ্রমিক নেতা ইছা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিবহন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে বের করা মিছিলে পরিবহন শ্রমিকেরা অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।