চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিন্ধিতায় সদস্য নির্বাচিত হলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। তিনি এর আগেও এই পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন জেলা পরিষদে। মনোনিত হয়েছিল প্যানেল চেয়ারম্যান। এবার জেলা পরিষদের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ১৭ অক্টোবর। গতকাল ১৫ সেপ্টেম্বর ছিল প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সর্বশেষ দিনে তিনি তার আসনে একক প্রার্থী হওয়ার সুবাদে বিনাপ্রতিন্ধিতায় নির্বাচিত বলে নিশ্চিত হন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।