রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ধীলন মুহুরী। সভায় ২০২৪ সালের শারদীয় দুর্গা পূজা হিসাব নিকাশ পেশ করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিবাকর বোস বাবু। পরে উদয়াচল সংসদের নতুন কমিটি সংগঠনের লক্ষ্যে দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি- বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজল বোস। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন উপদেষ্টা নেপাল কৃষ্ণ শীল, শিক্ষক রাখাল চন্দ্র দে, দীলিপ কুমার চক্রবর্তী, সাধন চক্রবর্তী, বিজন চক্রবর্তী, দিপুল কান্তি দে, স্বপন চৌধুরী, কানু রাম দে, ডা. নির্মল ভট্টাচার্য, অশোক পালিত, প্রদীপ শীল, রনজিত শীল, ভানু শীল, কাঞ্চন সেন, সজল বোস, সনজিত মজুমদার, মিঠু চৌধুরী প্রমুখ। কাউন্সিলে কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয় ডা. শংকর দে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শিক্ষক দিবাকর বোস বাবু। পরে ৫১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।