রাউজানের দক্ষিণ সুলতানপুর সর্বজনীন রক্ষাকালী মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক তিথি উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহর ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি মন্দির পরিচালনা পরিষদ আয়োজিত ধর্ম সভায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদ সভাপতি তপন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শিপুল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন সন্তোষ নন্দী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সহসভাপিত ও গীতা শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্লদাস, বক্তব্য রাখেন ডা: রাখাল দাশ গুপ্ত, ডা: অমিত দাশ গুপ্ত, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, রাউজান পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সম্পাদক দীপ্ত চৌধুরী, মানস দাশ গুপ্ত, দীপু চক্রবর্তী, নারায়ণ দাশ গুপ্ত, অমর দাশ গুপ্ত, অমল দাশ গুপ্ত, সুজিত দাশ গুপ্ত, পিংকু দাশ গুপ্ত, অভিষেক দাশ গুপ্ত, রাজু দাশ গুপ্ত, সাগর দাশ গুপ্ত, অসীম দাশ গুপ্ত, ইমন দাশ গুপ্ত প্রমুখ। অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন কেশব পালিত। অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল দাশ গুপ্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়। ৪ জানুয়ারি অষ্টপ্রহর ব্যাপী মহোৎসবে প্রায় ছয় হাজার ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।