নোয়াজিষপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন,ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ আব্দুর রহিম, মহিলা ইউপি সদস্য রোকসানা বেগম,জিন্নাত আরা বেগম,রেহেনা আক্তার,রাউজান উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দীন,যুবদল নেতা মোহাম্মদ ফয়সাল হোসেন,মোহাম্মদ তারেক সিকদার, আইয়ুব,নুরুল আমিন,রুবেল,মুন্না,জাহেদ, বাবু, মামুন, গিয়াস,সাহাবুদ্দিন,ফোরকান, সেকান্দর,গাজী মোরশেদ,জালাল,হারুন,বাঁচা,ইলিয়াস,মনছুর,মোফাচ্ছেল প্রমুখ।ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম জানান,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য জিআর চাল বরাদ্দ দিয়েছে।এই চাল ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।