মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার মূঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা সংগঠন ‘আলোর পথে’-এর সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া। ধর্মীয় আলোচনা করেন একই সংগঠনের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার।গহিরা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত,নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে জীবন গঠনের শিক্ষা দেয়। বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর শিক্ষা ও আদর্শ মানবকল্যাণ,ভ্রাতৃত্ব, সহনশীলতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত।তাঁর প্রদর্শিত পথে চললে ব্যক্তি, পরিবার ও সমাজ আলোকিত হয়। বিশেষ করে নারীদের নৈতিক শিক্ষা,ইমান-আকিদা সুদৃঢ়করণ এবং সামাজিক দায়বদ্ধতা পালনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এ সময় নোয়াজিষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক মহিলা ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।