চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।গতকাল (শুক্রবার) চট্টগ্রাম নগরের বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।তিনি বলেন,“দলকে সুসংগঠিত করতে হলে তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় হতে হবে। জনগণের পাশে থেকে বিএনপির আদর্শ ও লক্ষ্য প্রচার করতে হবে।”এসময় রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।