রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) বাদে এশা নোয়াজিষপুর নতুন হাটস্থ আবুল হোসেন চৌধুরী জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়েছে। নোয়াজিষপুর আবুল হোসেন চৌধুরী বাড়ি মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কাজী মাওলানা ফজলুল কাদের চৌধুরী।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল্লামা ড. জাফর উল্লাহ্।প্রধান অতিথি ছিলেন ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র ইউ ইয়র্ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের খতিব আল্লামা শাইখ মুহাম্মদ সাইফুল আজম বাবর আল্ আযহারী।মোহাম্মদ মোরশেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা আবদুন নুর,আল্লামা আবু ফাহিম, আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা আবু তৈয়ব ফারুকী, হাফেজ মাওলানা নুরুল আলম, মাওলানা আজিজুর রহমান আল কাদেরী, শায়ের ওমর ফারুক।উপস্থিত ছিলেন খোরশেদ আলম, রহমত উল্লাহ্ মামুনুর রশিদ চৌধুরী, শিবলু টিপু চৌধুরী,খোরশেদ, জিকু, মুহাম্মদ বাবু, মুহাম্মদ রনি,মুহাম্মদ মিজান, এমরান, মুহাম্মদ হিরুসহ অনেকেই। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।