দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের সমর্থনে গণসংযোগ করেছেন উত্তর জেলা কৃষক লীগের কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ এরশাদ। ৩০ ডিসেম্বর শনিবার ফকিরহাট বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি নৌকা প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় কৃষকলীগ নেতা মোহাম্মদ এরশাদ ভোটারদের বলেন, নৌকা শান্তি ও উন্নয়নের প্রতিক। নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকায় ভোট দিলে দেশ নিরাপদ থাকে। পঞ্চম বারের মতো এবিএম ফজলে করিম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হলে বদলে যাবে রাউজান।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।