রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ পশ্চিম গহিরায় এলাকায় চতুর্থ সংঘরাজ গোবিন্দ ঠাকুর স্মরণ সভা, পবিত্র পটঠান সূত্রপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি স্থানীয় বড়ুয়া পাড়া সংলগ্ন মাঠে গ্রাম বাসির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সুত্রপাঠ দান করেন হরিহর বড়জ্ঞান প্রজ্ঞাবিমুক্তি অরণ্য ধ্যান কেন্দ্রের পরিচালক ভদন্ত শ্রদ্বেন্দ্বিয় স্থবির। অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার আশেক রসুল রোকন, বিশেষ অথিতি ছিলেন ভদন্ত সুবোধি স্থবির, ভদন্ত প্রজ্ঞাভদ্র ভিক্ষু, ভদন্ত ধর্মরক্ষিত ভিক্ষু, ভদন্ত নাগসেন ভিক্ষু।প্রধান অতিথি আশেক রসুল রোকন বলেন, মহৎ কর্ম গুনে মহৎ ব্যাক্তি সৃষ্টি হয়। সৎ কর্ম ধারণ করেই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়। অহিংসাকে পরম ধর্ম হিসাবে ধারণ করে ভগবান গৌতম বুদ্ধ মানব সমাজে আবির্ভাব হয়েছে। তাই বুদ্ধের চিন্তা চেতনা মানব সমাজের জন্য অনুকরণীয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের প্রধান শ্যামল বড়ুয়া ভোলা, সি ব্লক বৌদ্ধ যুব সম্প্রদায়ের প্রধান সমন্বয়কারী তেনজন বড়ুয়া, সুপাল বড়ুয়া, রিপন বড়ুয়া, অরুপ বড়ুয়া, সৌরভ বড়ুয়া, তানভীর বড়ুয়া, অন্তর বড়ুয়া, প্রিতম বড়ুয়া, পার্থ বড়ুয়া, রিজন বড়ুয়া, চন্দন বড়ুয়া, সজীব বড়ুয়া, শ্রীকান্ত বড়ুয়া, কন্ময় বড়ুয়া, ঝুন্টু বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম হতে কয়েক শতাধিক পূণ্যার্থীবৃন্দ অংশ গ্রহণ করে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।