রাউজান পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার মো. আবদুর রহিম, প্রকৌশলী মো. সেলিম ও প্রকৌশলী মো. তারেক। গতকাল শনিবার তাঁরা স্কুল পরিদর্শন করে স্কুলের দৃষ্টিনন্দন ছাদ বাগান দেখে মুগ্ধ। এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোরশেদ আলম, এবং ম্যানেজিং কমিটির সদস্য মো. সালাহউদ্দিন, মো. ইকবাল হোসেন ও বিশিষ্ট সংগীত শিল্পী এস. কে দাশ কাঞ্চন । বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রাউজানের এম.পি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী'র দিক নির্দেশনা ও সহযোগিতায় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোরশেদ আলমের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে তাঁরা পুরো গ্রাম ঘুরে দেখেন রাস্তার পাশ্বে বিভিন্ন ফলদ বৃক্ক এবং মহাসড়কের আইল্যান্ড এ ফুলের সমাহার দেখে অভিভূত হন ও ফজলে করিম চৌধুরী এম.পি'র সৃজনশীল অভিরুচির ভূয়সী প্রশংসা করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।