রাউজানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।রবিবার রাতে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত সিরাজ ওই এলাকার জনব আলী ছেলে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান,তার ওয়ার্ডের অজগর ও সিরাজ দুই চাচাতো জেঠাতো ভাইয়ের মধ্যে পাহাড়তলী বাজারের মার্কেট নিয়ে বিরোধ চলে আসছিল।আজগরের খালাতো ভাই ও সাবেক ইউপি সদস্যের ছেলেরা খালাতো ভাইয়ের পক্ষ নিয়ে সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নিয়ে যান। অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন,‘সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের জুয়েল, হায়দার ও কায়েসের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে সিরাজকে ছুরিকাঘাত করা হয়।সিরাজের মাথায়,পায়ে ও পেটে মারাত্মক জখম হয়েছে বলে শুনেছি। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন তার স্বজনরা।’ পাহাড়তলী চৌমুহনী বাজারের মার্কেট (বহুতল ভবন) নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,‘পাহাড়তলীতে দু’পক্ষের মারামারির ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।