সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ৫দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। চট্টগ্রামে রাউজানে ২২৯টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।রবিবার ঢাকের বাদ্য, খোল-করতাল ও গান বাজিয়ে চোখের জ্বলে দেবী দুর্গাকে বিদায় জানাতে সনাতন ধর্মাবলম্বীরা রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের অপরাজিতা সেবাআশ্রমে ভিড় জমে। সেখানের জলাশয়ে অর্ধশতাধিক প্রতিমা বিসর্জন দেয়া হয়। এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নদী, পুকুরসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।রং ছিটিয়ে, আতশবাজি ফুটিয়ে ও ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা। প্রতিমা বিসর্জনে ঢল নামে ভক্তদের। মাকে বিদায় জানাতে এ সময় অনেক ভক্তই অশ্রুসিক্ত হয়ে পড়েন। দুর্গা মা যাতে সব অপশক্তির বিনাশ করে সকলের মঙ্গল করেন এই কামনায় প্রার্থনা করেন তারা। পরে মন্দিরে মন্দিরে সনাতন ধর্মাবলম্বীর নারীরা দুর্গা প্রতিমার সিঁথিতে সিঁদুর দিয়ে মিষ্টিমুখ করিয়ে দেন। এ সময় নারীরা মেতেন ওঠেন সিঁদুর খেলায়। একে অপরের কপালে পরিয়ে দেন দুর্গাদেবীর পায়ে পরানো সিঁদুর। তাদের বিশ্বাস, এই সিঁদুর তাদের পরিবারের সকলের মঙ্গল করবে। রাউজান জলিলনগর জগন্নাথ মন্দির থেকে প্রতিমা বিসর্জনে রাঙামাটি সড়কে বের করে শোভাযাত্রা।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।