নগরীর কাজীর দেউরীতে বিএনপির তারুণ্যের সমাবেশের নামে জামাল খান এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করার নিন্দা জানিয়েছেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। ১৭ জুন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফজলে করিম চৌধুরী এমপি বলেন, তারুণ্যের সমাবেশের নামে জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর মুর্যাল ভাংচুর ও চকবাজার এলাকায় তান্ডব বিএনপির আসল চেহেরার বহির প্রকাশ। বিএনপি সন্ত্রাসী ও দুর্নীতিবাজ দল হিসাবে আবারো প্রমান করেছে। হামলা ও তান্ডবকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করা হলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তিনি আগামীতে জনগনের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জামাত বিএনপি’র অপতৎপরতা প্রতিহত করার আহবান জানান চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।