বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী। বাংলাদেশ জাতীয় সংসদ ও মরক্কো জাতীয় সংসদের মাননীয় সদস্যগণের মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক স্থাপন, সংসদীয় রীতি-নীতি, ভাবের আদান প্রদান, রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক সুদৃঢ়করণের ক্ষেত্রে এই গ্রুফ কাজ করবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকারকে পৃষ্ঠপোষক করে ১০ সদস্য বিশিষ্ট উক্ত গ্রুপ গঠিত হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, আনোয়ারুল আজিম এমপি, মেরিনা জাহান এমপি, মাহমুদুল হাসান রিপন এমপি, হাবিবুর রহমান এমপি, নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, অসিম কুমার উকিল এমপি, মোঃ শাহ আলম এমপি, হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, বেগম শিরিন আহম্মেদ এমপি। গতকাল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ইন্টার পার্লামেন্টারি অ্যান্ড সিকিউরিটি অনুবিভাগ আইপিআর-১ শাখার পরিচালক সামিয়া রুবাইয়াত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বাংলাদেশ-মরক্কো সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মনোনীত হওয়ায় রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জ্ঞাপন করেছেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।