গত ২০জুন (সোমবার) চট্টগ্রামে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়। রেডিসন ব্লু চট্টগ্রাম এর মেজবান হলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে এসোসিয়েশনের ৪৩তম এবং ৪৪তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এবং ২০২১ সালের এসোসিয়েশনের নিরীক্ষিত হিসাব গৃহীত হওয়াসহ এসোসিয়েশনের ২০২২ সালের বার্ষিক হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ এসোসিয়েশনের ২০২১ সালের কর্মকান্ড এবং অর্জনসমূহ সংক্ষিপ্ত আকারে সভায় পেশ করেন। তাঁর বক্তব্যে আগ্রাবাদ এলাকাস্থ মক্কা মদিনা ট্রেড সেন্টারে এসোসিয়েশনের জন্য আধুনিক সুবিধাসহ ২৭০৫ বর্গফুট আকারের দুই কোটি সত্তর লক্ষ টাকা মূল্যে একটি স্থায়ী অফিস স্থাপনের বিষয়ে সভাকে জানানো হয়। তাছাড়া, এসোসিয়েশনের কনফারেন্স হলে নিয়মিতভাবে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠান এবং বিভিন্ন বিষয়ে কনফারেন্স হল এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সভা অনুষ্ঠানের মাধ্যমে সমস্যার সমাধা করা এবং অমিমাংসিত সমস্যার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সহ সামগ্রিক কর্মকান্ডের একটি চিত্র তিনি সভায় উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে কাস্টমস্ লাইসেন্স পদ্ধতি সহজিকরণ ও আমদানিকারক কর্তৃক অখালাসকৃত পণ্য/কন্টেইনারজাত পণ্য দ্রুত ও নিয়মিত নিলাম করার ব্যাপারে কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয়ে আলোকপাত করা এবং পোর্ট ট্যারিফ অনাকাঙ্খিতভাবে বৃদ্ধি ও লাইট হাউজ মাশুল দ্বিগুণ করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় পরিচালনা পর্ষদের সদস্য এবং সদস্য শিপিং এজেন্টসমূহের প্রতিনিধিগণ শিপিং এজেন্টদের কাজের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং এপ্রসঙ্গে বিভিন্ন কর্তৃপক্ষ এবং সংগঠনের সাথে তাঁদের সমস্যা ও তা সমাধার ব্যাপারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয় ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া বিভিন্ন কর্তৃপক্ষ কর্তৃক আদেশ-নির্দেশ জারীর ফলে সৃষ্ট সমস্যা সমাধার লক্ষ্যে উক্ত কর্তৃপক্ষ সমূহের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান প্পকরা এবং প্রয়োজনে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের বিষয়ে সকলে একমত পোষণ করেন। সভায় উপস্থিত সদস্য এজেন্টদের প্রতিনিধিগণ এসোসিয়েশনের কাজে সার্বিক সহযোগিতা প্রদানে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় এসোসিয়েশনের এডভাইজারী বোর্ডের সদস্য সর্বজনাব মোহাম্মদ এ. মালেক, আমিরুল ইসলাম চৌধুরী মিজান, আহসানুল হক চৌধুরী, বেলায়েত হোসেন, কিউ. এ. নাঈম, সভায় সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব সৈয়দ ইকবাল আলী শিমুল, ভাইস-চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন খান এবং পরিচালনা পর্ষদের সদস্য সর্বজনাব মোহাম্মদ ওসমান গণি চৌধুরী, মামুনুর রশিদ, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, এস. এম. মাহবুবুর রহমান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার, মো. সাজ্জাদুর রহমান, মো. নজরুল ইসলাম, মুনতাসীর রুবাইয়াত, মুহাম্মদ জিয়াউল কাদের, এস. এম. এনামুল হক, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন, নাজমুল হক, তানজিল আহমেদ রুহুল্লাহ, শহিদুল মোস্তফা চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ আসলাম সহ এসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগণ, শিপিং বাণিজ্যের উদ্যোক্তা, বিভিন্ন বাণিজ্য সংগঠনের উদ্ধর্তন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারী কর্তৃপক্ষের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন চেয়ারম্যান বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকলকে এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আয়োজিত প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।