রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি'র (গোলাম আকবর খোন্দকার) সমর্থিতদের উদ্যোগে রাউজান সদরস্থ কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপি'র সভাপতি আবু মোহাম্মদ, রাউজান উপজেলা বিএনপি নেতা জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, অর্জুন কুমার নাথ, কমলেন্দু শীল,আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, আল মারুফ,সাফায়েত হোসেন রাকিব, নুরুল কবির, নাছির উদ্দিন।স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ পূর্ব সমাবেশে রাউজান উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন,লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও এখনও গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল করতে হবে। রাউজান পৌরসভা বিএনপি'র সভাপতি আবু মোহাম্মদ বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।