চট্টগ্রাম নগরী বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতি উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বর সাংবাদিক হাউজিং সোসাইটি সভাপতি সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি সাংবাদিক ওসমান গনি মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী। উপস্থিত ছিলেন উপদেষ্টা ছরওয়ারুল কবির চৌধুরী, উপদেষ্টা মোক্তার আহমেদ, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ইরফান রেজা খান, সংগঠনিক সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক সাংবাদিক শতদল বড়ুয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক হাসানুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ গোলাম নবী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ হানিফ খন্দকার ও সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ তারিক ইমাম, নির্বাহী সদস্য হামিদুর রহমান, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ আলমগীর সিকদার ও মোহাম্মদ রফিক।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, দিন দিন চট্টগ্রাম শহর বড় হলেও শিশু কিশোরদের খেলার মাঠ বৃদ্ধি হচ্ছে না। প্রতিটি সোসাইটিতে খেলা ও শরীর চর্চার জন্য মাঠ থাকা জরুরি। চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির স্কুল মাঠটি সুন্দর ক্রীড়াক্ষেত্র হতে পারে। এর উন্নয়নে চট্টগ্রাম মেট্রোপলিটন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তিনি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।