রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাউজানকে সন্ত্রাস মুক্ত করে শান্তির জনপদে পরিনত করেছি। ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে এখানে। এ উপজেলাকে করা হয়েছে পিংক, গ্রীণ, ক্লিন ও শান্তির উপজেলা। এ অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষকে দেয়া হয় সরকারী বিভিন্ন ধরনের ভাতা। আমাদের এ অর্জন ধওে রাখতে হবে। বিএনপি জামাতের যতই ষড়যন্ত্র করুক যথা সময়য়ে শেখ হাসিনার অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাউজানে বিএনপির কোন অস্তিত্ব নেই নৌকার বিজয় সুনিশ্চিত। ৮০ শতাংশ ভোট পড়বে উন্নয়নের প্রতিক নৌকা প্রতিকের। তিনি আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান। তিনি গতকাল ৮ অক্টোবর রবিবার বিকালে বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ মাঠে সরকারী বিভিন্ন প্রকার ভাতাভোগীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতাভোগীদের সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ¦ বশির উদ্দিন খান, বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান সুকুমার বড়–য়া, আওয়ামী লীগ নেতা মেম্বার কামরুল ইসলাম বাচ্চু, আবু সৈয়দ আলমগীর, আবু মোহাম্মদ, হানিফ চৌধুরী সহ ভাতাভোগীর।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।