সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:),বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)"র ৩৪ তম বার্ষিক ওরশ শরীফ ও উম্মুল আশেকীন হযরত মুনাওয়ারা বেগম মাইজভাণ্ডারী (র.)’র ১ম ওফাত বার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে ছিল
খতমে কুরআন,নাতে মুস্তাফা,মাইজভাণ্ডারী গজল, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে সোনাপুর একটি হল রুমে সোনাপুর হক ভাণ্ডারী আশেকানদের আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান।শুরুতেই কোরআন তেলোয়াত করেন,মোঃ হোসাইন নাত রসুল পরিবেশন করেন,মোঃ আবুল বশর শাহেদ,মাইজভান্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ এরশাদ হোসাইন।মোহাম্মদ আলমগীর এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ রমজান আলী, বিশেষ আলোচক মোহাম্মদ মোকতার হোসেন,আবুল বশর শাহেদ,আনোয়ার হোসেন,এরশাদ হোসাইন, মোঃ মারুফ,মোঃ ইনু,আজিজ প্রমুখ।মাহফিলে বক্তারা বলেন- মানবতার মুক্তির দিশারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)সমগ্র বিশ্ববাসী জন্য রহমত স্বরূপ হিসেবে এ জগতে আবির্ভূত হয়েছিলেন।তিনি বিশ্বজগতে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে, অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখান। তার জীবন ও আদর্শ অনুসরণ করলে ইহকাল ও পরকালের জীবন সুন্দর হবে।বক্তারা আরও বলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ছিলেন বিশ্ব মানবতার এক মহান রোল মডেল।আজ সারাদেশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) ট্রাস্ট মানবতার কল্যাণে যে সেবা করে যাচ্ছে তা বিশ্বের মধ্যে প্রশংসনীয়। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ওনার পাক জবানে একটি কালাম করেছেন আমার হাসান মিয়া আল্লাহর মস্ত বড় অলি আল্লাহ- বিশ্বজগতের মানুষের কল্যানের জন্য এসেছেন,সাধ্য মতো ইজ্জত সম্মান করবেন,এই অমিয় বানীটি আজ বাংলাদেশ সহ সারাবিশ্বে বাস্তবতার রুপ দিয়েছেন।পরিশেষে মিলাদ কিয়াম ও তাওয়াল্লাদে গাউসিয়া শরীফের পর বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করে মুনাজাত করেন এম. এ. মুরাদ।শেষে আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।