মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার মহিলা কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২২আগস্ট)বিকেলে দক্ষিণ হিংগলা শান্তি নগর এলাকায় আয়োজিত মহিলা কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন রাশেদা আক্তার সুমি। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক কাজী আসলাম উদ্দিন। সুমি আক্তারেন সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক রাউজান সদর শাখার মহিলা সভানেত্রী তাহমিনা সুলতানা,দপ্তর সম্পাদক সুমাইয়া আলিফ। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে রাশেদা আকতার সুমিকে সভাপতি ও সুমি আকতারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।অন্যান্য পদে নির্বাচিত হলেন সহ সভাপতি মর্জিনা আকতার (ডনি),যুগ্ম সাধারণ সম্পাদক রুমা আকতার, সাংগঠনিক সম্পাদক শাহিন আকতার,সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকাতার,অর্থ সম্পাদক মিনু আকতার,সহ- অর্থ সম্পাদক বেবী আকতার,দপ্তর সম্পাদকঃ সাজেদা আকতার(সাজু),প্রচার সম্পাদক জেসমিন আকতার,সহ- প্রচার সম্পাদক আবেদ্য সলতানা,ধর্ম সম্পাদক বাচ্চু আকতার,সহ ধর্ম সম্পাদক তাসফিয়া।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।