মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সাপলঙ্গা শাখার উদ্যোগে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বাদে মাগরিবে রাউজান সাপলঙ্গা শাখার কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর মাহফুজুর আলম। সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আবু তৈয়ব মাস্টার, সাদিকুজ্জামান শফি, মাওলানা মহিম উদ্দিন, খোরশেদুল আলম চৌধুরী মানিক, নাছির উদ্দিন, অলি এরশাদ, শংকর দে, আনোয়ার সওদাগর, মোহাম্মদ রফিক, আব্দুল হাকিম সেলিম ও রমিজ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মিলাদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।