মায়ের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অটোরিক্সার ধাক্কায় আহত হয়ে রাউজানের এক প্রবাসীর পুত্রের মৃত্যু হয়েছে। গত ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। সড়ক দৃর্ঘটনায় নিহত শিশু হাবিবুর রহমান (৫) উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকার মুকিম তালুকদার বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র। জানা যায়, রাউজান থেকে মায়ের সাথে আজাদী বাজার এলাকার হক স্কোয়ার নামে একটি কমিনিউটি সেন্টারে আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। সেখানে খাওয়া দাওয়া শেষে বাড়ী ফিরতে একটি গাড়ীতে উঠার সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় দুপুর ১টার দিকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। হাসপাতালে প্রায় ৮ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ঐদিন রাত ১০টার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর খবর পেয়ে ওমান প্রবাসী পিতা মোহাম্মদ আলী পুত্রশোকে গতকাল ১৫ অক্টোবর দেশে ফিরেছেন। তিনি বাড়ী আসার পর শিশু হাবিবুর রহমানের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।