কুমিল্লা ও রাউজানে ২য় দফা জানাজার নামাজ শেষে তার গ্রামের বাড়ী হাজী পাড়ার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধে সংগঠক রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কলামিষ্ট অধ্যাপক লোকমান হাকিম । গত ১০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৭টার কুমিল্লার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ঐদিন সন্ধ্যায় কুমিল্লায় প্রথম জানাজার নামাজ শেষে রাতে তার মরদেহ রাউজানের সুলতানপুর হাজী পাড়ায় নিয়ে আসা হয়। ১১ আগস্ট শুক্রবার সকাল থেকে সারাদিন রাউজানের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসে মরহুম অধ্যাপক লোকমান হাকিমের লাশ দেখতে ভিড় করেন। পরবর্তী ২য় দফা হাড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলে নেতা কর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য,
অধ্যাপক লোকমান হাকিম চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ সমর্থিত যাত্রিক-এর সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লা হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তিনি ১৯৭৩-৭৮ সন পর্যন্ত রাউজান থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পষর্ন্ত পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নামে এনজিও সংস্থায় সংশ্লিষ্ট থেকে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির মান উন্নয়ন কাজে নিয়োজিত রাখেন নিজেকে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।