বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী নাসিম উদ্দিন কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক সদস্য রেজাউর রহিম আজম।১৪ই আগস্ট বিকালে জলিলনগর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাবেক এই কাউন্সিলর।তিনি বলেন,গত২৯ জুলাই বিকেল ৪টায় পৌরসভার ১নং ওয়ার্ডের গহিরা সত্তারঘাট এলাকায় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের অনুসারী এবং বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে,সেই দিন আমি ঢাকাতে ছিলাম।এই সংঘর্ষের ঘটনার সাথে আমি কোনভাবেই সম্পৃক্ত ছিলাম না।তথাকথিত বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের দালাল নাসিম উদ্দিন বাদী হয়ে থানায় আমার নামে একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছেন।অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবিও জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা দিদারুল আলম তালুকদার,মোহাম্মদ মঞ্জু,মোহাম্মদ আলী মুন্না,নিজাম উদ্দিন সুজন,সাবেক ছাত্র নেতা রাসেল খাঁন,দিদারুল আলম,সেলিম কোম্পানি,মোহাম্মদ শফি,কাজল কান্তি দে,সালামত উল্লাহ্ লেদু,তাজল ইসলাম পলাশ'সহ অনেকে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।