বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির নতুন দিনের সন্ধানে দিনবদলের আয়োজন শীর্ষক "আপন সমাবেশে" প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ডঃ মোঃ কামাল উদ্দিন বলেছেন, যারা দেশ ও দশের কল্যাণে কাজ করে তাদের মৃত্যু নেই।
সিস্টেম লস বন্ধ করতে না পারলে আমরা অগ্রসর হতে পারবো না। দেশ ও দশের কথা চিন্তা করতে হবে পৃথিবী কে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে।
তরুণরাই পারবে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে।
আমাদের ১০ জন তরুণ তৈরি করতে হবে যারা ১০০ জন তরুণের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে। বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি তারুণ্যের মেধা ও মননের বিকাশে বিকাশে যে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। রমজান মাসব্যাপী বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি যে মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে তা ইতিহাসের অংশ হয়ে থাকবে।
২৫ ডিসেম্বর শনিবার তাসফিয়া গার্ডেনের বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আপন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডঃ মুহাম্মদ কামাল উদ্দিন,
বাওসো'র কেন্দ্রীয় সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী এস এম শহীদুল্লাহর রণির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,
বাওসোর এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও প্রাবন্ধিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এর সিইও সালাউদ্দিন আলী
বাওসোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এম ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী,
রিপিয়ার বাংলাদেশের এম হেলাল উদ্দিন, হাফেজ ক্বারী মাওলানা আমানউল্লাহ দৌলত, ব্লগ বাড়ির প্রতিষ্ঠাতা কাজি সাইদ, মাস্টার আসাদ চৌধুরী, এডভোকেট মাসুদুল আলম, জাহিদুল ইসলাম জাহিদ, খালিদ হোসেন অন্তর, হাফেজ ক্বারী আজহার উদ্দিন, এম আলম জাহিদ, মতিউর রহমান, নাসির হোসেন জীবন, ফারুক ইসলাম, সরোয়ার রানা, জুলফিকার আলী, মাহমুদুর রহমান করিম, বদরুল আলম প্রমুখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।