চট্টগ্রামের রাউজান উপজেলায় ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময়ে নোয়াপাড়া পথের হাট থেকে বাড়ী যাওয়ার পথে তাঁর উপর সন্ত্রাসীরা হামলা করেছেন।সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেছে বলে জানা গেছে। চেয়ারম্যান কোন রকমে প্রাণে বেঁচে যান।ঘটনার পর পর এলাকার লোকজন দৌড়ে আসলে সন্ত্রাসীরা রাতের আধাঁরে পালিয়ে গেছে বলে জানা গেছে।এ দিকে সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে রাতেই রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম শহর থেকে নোয়াপাড়ায় ছুটে আসেন। সাথে রাউজানের বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নোয়াপাড়ায় এসে রাতেই অবস্থান নেয়।রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়ার উপর সন্ত্রাসী হামলার পর পর রাউজানের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে।চেয়ারম্যান বাবুল মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।
সন্ত্রাসী হামলার শিকার চেয়ারম্যান বাবুল মিয়া-আলোকিত রাউজান কে জানান, সন্ত্রাসী হামলার জন্য রাউজান থানায় মামলা করা হবে।
এ ঘটনার ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল-হারুন কাছে জানতে চাইলে, তিনি আলোকিত রাউজানকে বলেন, ঘটনার পর পর সংবাদ পেয়ে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিম'সহ আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অভিযোগ দিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।