চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামপুরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল নুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও ইসলামপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে
পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর সোমবার রাতে মাগরিব সুবহানাল্লাহ্ জামে মসজিদে মিলাদ মাহফিলে আল নূর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও ব্যাংকার সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আল আমিন বারিয়া কামিল মডেল মাদরাসার মুহাদ্দিস, খলিফায়ে দরবারে আলা হযরত, হযরতুলহাজ্ব আল্লামা কাজী সাদেকুর রহমান হাশেমী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তা ছিলেন সুবহানাল্লাহ্ জামে মসজিদের খতিবহযরতুল আল্লামা বদিউল আলম আহমদী সাহেব (মাঃজিঃআঃ), আওলাদে দরবারে ছৈয়দীয়া হযরত মাওলানা আবূ যারা মুহাম্মদ মোজাম্মেল হক, সুবহানাল্লাহ্ জামে মসজিদের সাবেক খতিব
মাওলানা জাহেদুল আলম আল কাদেরী।সালামী পেশ করেন সুবহানাল্লাহ্ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইদ্রিস।আল নুর তাফিজুল কোরআন সুন্নিয়া মাদরাসা ও ইসলামপুর এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেনআলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জয়নাল আবেদীন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, সমাজ সেবক মোঃ হারুন,। উপস্থিত ছিলেন আব্দুল হক শিকদার, মোহাম্মদ হারুন, আলম শিকদার, সংগঠক ও সংবাদকর্মী নুরুল আলম খোকন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, মোঃ ওমর, মোঃ সাব্বির, মোঃ তফাজ্জল, মোঃ নেজাম উদ্দীন, মোঃ জিহাদ, মোঃ বাদশা,মোঃ নেজাম , মোঃ শুভ মোঃ সিহাব, মোঃ তৈয়ব মোঃ ফারুক, মোহাস্মদ মিনহাজ। মাহফিলে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।মাহফিলে হিফজ সম্পন্ন ছাত্রদের দস্তাবন্দী করা হয়। আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়। মিলাদুন্নবী উপলক্ষে এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।