মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে শানে মোস্তফা (স.) ও কাওয়ালী জলসার আয়োজন করেছে রাউজানের চিকদাইর উত্তর পাঠানপাড়া যুবদল নেতারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকদাইর পাঠানপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় এই কাওয়ালী গানের জলসা। কাওয়ালী পরিবেশন করেন মরমি শিল্পী মোহাম্মদ মেহেদী হাসানসহ তাঁর বাদ্যযন্ত্র শিল্পীরা। মঞ্চে একের পর এক কাওয়ালী, মাইজভাণ্ডারী গান ও লোকসংগীতসহ নানা সুফিসংগীত গাইছেন শিল্পীরা। চলছে ঢোল আর তবলার তালে তালে কাওয়ালী গানের জলসা। শিল্পীদের সঙ্গে ঠোঁট মিলাচ্ছেন শ্রোতারাও। কাওয়ালী গান উপভোগ করতে আসা কাওয়ালী প্রেমিকরা ঢোলে তালে তালে জিকির করে। ভিড় জমে কাওয়ালী প্রেমি শ্রোতাদের। কাওয়ালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হায়দার, যুবদল নেতা রেওয়াজ, মোহাম্মদ শহীদ, চিকদাইর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: আজগর, মোং আবু তাহের, আবছার, রমজান,ব্বকসু,পিংকু, রায়হান,বাবু, বাপ্পা, আকবর জাহাঙ্গীর, সাকিল, সাজিব প্রমুখ।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।