মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাংবাদিক শফিউল আলমের ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(কঃ)"র মাসিক চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকির সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৮ জুলাই দক্ষিণ হিংগলা শান্তিনগর এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম।মাহফিলে তকরির করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম,মাওলানা মহিম উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল,অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,লোকমান আনচারী,মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক মামুন মিয়া, যু্বলীগ নেতা সাবের হোসেন,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন,রায়হান উদ্দিন.সেলিম উদ্দিন,আনোয়ার সওদাগর,সজিব,এমরান,সেহেল, করিম প্রমুখ। জিকিরে ছেমা মাহফিল করেন মাইজভান্ডারী মরমী শিল্পি জয়নাল আবেদীন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।