চট্টগ্রামের রাউজানের সুলতানপুরে শ্রীশ্রী শ্যামা মায়ের ২৯০ তম পূজা উপলক্ষে প্রাচীনতম তীর্থস্থান শ্রীশ্রী কালী বিগ্রহ মন্দিরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ৪দিন ব্যাপী অনুষ্ঠান গত সোমবার (২০ অক্টোবর) রাতে সু সম্পন্ন হয়েছে। এতে প্রথম দিন শুক্রবার সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় , বিনামূল্যে চক্ষু চিকিৎসা চোখের ছানি অপারেশন, রক্তের গ্রুপ নির্ণয়, বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় লায়ন প্রকৌশলী বিপ্লব দাশের সভাপতিত্বে ও মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, লায়ন প্রকৌশলী বিপ্লব দাশ, লায়ন পার্থ ভট্টাচার্য্য, লায়ন ডা.দেবাশীষ দত্ত, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন অঞ্জন শেখর দাশ সিআইপি, ওয়াহিদ ইসলাম সিকদার, পরেশ কুমার চৌধুরী, লায়ন ইফতেকারুল আলম, লায়ন নুরুল কবির বাবুল, লায়ন সমীর দাশ, লায়ন যতিন্দ্র কুমার সাহা, লায়ন সাইফুল ইসলাম, সহিদুল ইসলাম, সাংবাদিক প্রদীপ শীল প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, বিএনপি নেতা শহীদ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন পালিত বাসু, সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, সনাতন বিদ্যার্থী সংসদ রাউজান শাখার সভাপতি শ্রীমান দাশগুপ্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক প্রদীপ দাশ ও শিক্ষক সঞ্জয় দাশ।
শনি ও রবিবার অনুষ্ঠিত হয় ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ, পদাবলী কীর্ত্তণ,কৃষ্ণলীলা, ঊষালগ্নে নামসংকীর্ত্তণের পুর্ণাহুতি।সোমবার সমাপনী দিবসে শ্যামা পূজা, বলিদান সম্পন্ন হয়। রাতে শ্যামা পূজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, থানার তদন্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান। এই অনুষ্ঠানমালায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।