রাউজান উপজেলার ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম।গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ,সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা,ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল হোসেন,সমাজসেবক ও শিক্ষানুরাগী সেলিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহিম, ইউপি সদস্য আবুল বশর, জিন্নাত আরা,রেহেনা আকতার, রোকসানা বেগম, সমাজসেবক রমিজ উদ্দিন, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, জয়নাল মাস্টার ও আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় স্থানীয় সরকারের পরিচালক মনোয়ারা বেগম বলেন,“নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ যেমন দৃষ্টিনন্দনভাবে সাজানো, তেমনি এখানকার সেবামূলক কার্যক্রমও জনগণের কল্যাণে আরও গতিশীল হতে হবে। স্থানীয় সরকারের মূল লক্ষ্য হলো—মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।”তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান সম্পাদক প্রদীপ শীল - ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন।